ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দোহারে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার শাইন পুকুর এলাকায় ফয়সাল (১৭) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।   

বুধবার বিকালে পারিবারিক বিরোধের জের  ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। নিহত ফয়সাল উপজেলার মুকসুদপুরের শান্তিনগরের মজনু শেখের ছেলে। মৃত্যুর সংবাদ শুনে এলাকাবাসী হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফয়সাল স্থানীয় একটি ফুটবল খেলার মাইকিং করতে শাইনপুকুর এলাকায় যায়। সেখানে তার বড় ভাই রিপনের সাবেক স্ত্রী মুন্নি’র পরিবারের লোকজন তাকে ধরে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। মুন্নিদের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

নিহতের পরিবারের দাবি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই ফয়সালকে হত্যা করেছে মুন্নি’র পরিবার। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও প্রকাশ্যে মুখ খুলছে না কেউই এমন দাবি করেছেন ফয়সালের পরিবার। ঘটনার পর পরই শান্তিনগরের এলাকাবাসী হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ ব্যাপারে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। তবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি