ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ধরা পড়লো জাফর ইকবালের হামলাকারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৪২, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রখ্যাত শিক্ষক ও লেখক মুহাম্মদ জাফর ইকবালের ওপর ছুরিকাঘাত চালানো সেই তরুণকে আটক করেছে জনতা। হামলার পরপরই তাকে ধরে গণপিটুনি দিয়েছেে উপস্থিত শিক্ষার্থীরা। এরপরই পুলিশ এসে হামলাকারীকে উদ্ধার করে অ্যাকাডেমিক ভবন দুইয়ে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রাখা হয়েছে। তবে কি কারণে ওই তরুণ জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

জানা যায়, আজ শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ফেস্টিভ্যালে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে উঠার সময় পেছন দিক থেকে এসে এক তরুণ তার ঘাড়ে ও বুকে ছুরি চালায়। এতে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন প্রখ্যাত এই বিজ্ঞানী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জাফর ইকবালের ওপর হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থীরা হামলাকারীকে ধরে গণপিটুনি দেয়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ে মুক্তমঞ্চের ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠছিলেন জাফর ইকবাল। ওই সময় পেছন থেকে ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে এক তরুণ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি