ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

ধর্মমন্ত্রীর ভাই আফাজউদ্দিন সরকার মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ২৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের ভাই ও ময়মনসিংহ সদর উপজেলার ৮নং আকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজউদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আফাজউদ্দিন সরকার ময়মনসিংহ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির চেয়ারম্যান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। মরহুমের মৃত্যুতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মরহুমের লাশ আজ শনিবার দেশে আনা হবে এবং জম্মস্থান ময়মনসিংহে দাফন করা হবে।
ধর্ম মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি