ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নতুন বিচারপতিদের শপথ গ্রহণ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১১:৪৩, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সুপ্রিম কোটের হাইকোর্ট বিভাগে নব নিযুক্ত অতিরিক্ত ৯ জন বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সকালে নতুন বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- বিচারপতি কাজী এবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদার মিন্টু, বিচারপতি ড.জাকির হোসেন, বিচারপতি সাহেদ নুর উদ্দিন, বিচারপতি ড.আখতারুজ্জামান, বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি মাহবুবুল ইসলাম।

এর আগে গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ প্রাপ্তদের মধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি