ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নবাবগঞ্জে বনবিভাগের ৪৫০টি আকাশমনি চারা কেটে নিল দুর্বৃত্তরা

নবাবগঞ্জ, (দিনাজপুর):

প্রকাশিত : ১৮:৪০, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার চরকাইরেঞ্জের সামাজিক বন বিভাগের সৃজিত উটলট বাগানের ৪৫০টি আকাশমনি চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরকাই রেঞ্জের অধীন হরিপুর বিটের বামন গড় মৌজায় এ ঘটনা ঘটেছে বলে হরিপুর বিট অফিস সুত্রে জানা গেছে।

চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, ঐ বনভুমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ২০১৭-২০১৮ অর্থ বছরে আকাশমনির চারাগাছ রোপন করা হয়েছিল। গাছগুলি কর্তন করায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

এব্যাপারে হরিপুর বিট কর্মকর্তা মোঃ শাসমুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি