ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নলডাঙ্গা থেকে চোরাই মোটর সাইকেল সহ ৩ জন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরের নলডাঙ্গা থেকে চোরাই মোটর সাইকেল সহ অন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বীরকুৎশা বাজারে অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. রাজন মৃধা (২৪), মো. রুবেল (৩৮) ও দেলোয়ার হোসেন (২২)।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদিয়া সাদিক রবিন (২০) নামে এক যুবক তার মোটরসাইকেলটি ৩ জানুয়ারী নলডাঙ্গার হালতির বিল এলাকা হতে চুরি যাওয়া অভিযোগ করেন। ওই অভিযোগের পর অভিযানে নামে র‌্যাব-৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একদল সদস্য বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলার বীরকুৎশা বাজারে অভিযান চালিয়ে আন্ত:জেলা সংঘবদ্ধ চোরচক্রের মুল হোতা মো. রাজন মৃধা সহ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় চোরাই মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, এব্যাপারে সৌদিয়া সাদিক রবিন বাদি হয়ে নলডাঙ্গা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি