ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

নাচতে কোরিয়া যাচ্ছেন অপু বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের অন্যতম নায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি এখন স্টেজ শো নিয়ে রয়েছেন ব্যস্ত। তিনি এবার দক্ষিণ কোরিয়া যাচ্ছেন নাচে অংশ নিতে। আজ সন্ধ্যায় তার ঢাকা থেকে যাত্রা করার কথা।

সিউলের আনসান ওয়া স্টেডিয়ামে আগামী ২৩ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ অংশ নেবেন এই ঢালিউড কুইন।

যাওয়ার আগে অপু বিশ্বাস বলেন, অভিনয় নয়, ‘এখানে তিনি নাচে অংশ নেবেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত আমি স্টেজ শোগুলো করছি। বেশ ভালো এক অভিজ্ঞতা হয় এতে। সেকারণেই দুবাই থেকে ফিরেই এখন দক্ষিণ কোরিয়া যাচ্ছি।`     

অপু অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এর আগে গত সপ্তাহে দুবাইয়ে স্টেজ শো করেছে এসেছেন।

এদিকে অপু বিশ্বাস এরই মধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ এবং কলকাতার শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা চলচ্চিত্র `শর্টকাট`-এর কাজ । এদিকে তার‘কানাগলি’ সিনেমারও শুটিং শিগগিরই শুরু হবে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি