ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

নারকেল গাছ থেকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৯:৪৩, ১০ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের বরুণ বিশ্বাস (২০) নামের এক ছাত্র নারিকেল গাছ থেকে মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার  রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। বরুণ বিশ্বাসের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, বরুণের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা। সে ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের খুব মেধাবী ছাত্র ছিল।

বরুন বিশ্বাসের এক সহপাঠী জানান, বরুণ বিশ্বাস আমাদের সাথেই জগন্নাথ হলে থাকত। বৃহস্পতিবার রাতে হল চত্বরের একটি নারকেল গাছে ডাব পাড়তে যায় সে। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়।

পরে আমাদের হলের কয়েকজন ছাত্র তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতঘোষণা করেন। 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি