ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে থেকে ৫ এসএমজি উদ্ধার, পূর্বাচলে ২য় দিনের মতো তল্লাশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৮, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের পূর্বাচলের বাসন্দা থেকে ৫টি এসএমজি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে পূর্বাচলে দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে, সেখানে নতুন করে কোনো অস্ত্র পাওয়া যায়নি। আগের দিন উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডগুলো নিস্ক্রিয় করে বোমা নিস্ক্রিয়কারী দল।
শুক্রবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে পূর্বাচল-৫ নম্বর সেক্টরের এই জলাধার থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকে আবারো সেখানে তল্লাশি চালানো হয়। অস্ত্র ও গুলির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুুবুরিরা সকাল ১০টা থেকে পুরো জলাধারে নিবিড় তল্লাশি শুরু করেন।
তবে, দিনভর অনুসন্ধানে সেখানে নতুন করে কোন অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি।
অপরদিকে, বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা আগের দিন উদ্ধার করা গোলাবারুদ নিস্ক্রিয় করেছেন। শনিবার কয়েক দফায় নিষ্ক্রিয় করা হয় মর্টার শেল এবং হ্যান্ড গ্রেনেডগুলো।
বিকেলে সংবাদ সম্মেলন করে কাউন্টার টেররিজম ইউনিট জানায়, এখানে উদ্ধার বিস্ফোরকের সঙ্গে সম্প্রতি বিভিন্ন জঙ্গি আস্তানায় পাওয়া অস্ত্র-বিস্ফোরকের মিল নেই। এ বিষয়ে আরো খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, পূর্বাচলের জলাধারে অস্ত্র-গোলাবারুদ মুজদের সঙ্গে জড়িত এ পর্যন্ত ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূর্বাচলের বাসন্দা এলাকার একটি নদীতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে নদী থেকে ৫টি এসএমজি উদ্ধার হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি