ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে সালিশে দুই যুবককে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:১২, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে সদর উপজেলায় সালিশে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশিপুরে হোসাইনগর কলেজরোড এলাকার একটি রিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক ওই এলাকার সাহেব আলীর ছেলে মিলটন (২৫) এবং তার কর্মচারী ওই এলাকার মিজানুর রহমানের ছেলে পারভেজ (২৪)।

খুনের পাশাপাশি রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয় এবং পাশের একটি কাপড় তৈরির কারখানায় চলে লুটপাট।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে হোসাইনগর এলাকায় রাজীবের মালিকানাধীন রিকশা ও অটো রিকশা গ্যারেজে সালিশ বসেছিল পুরনো বিরোধ মেটাতে। সেখানে এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

তখন গ্যারেজে অবস্থানকারী মিলটন ও তার কর্মচারী পারভেজকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করার পাশাপাশি গ্যারেজের মালিক রাজীবকে আহত করা হয়। এরপর হামলাকারীরা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দিয়ে যাওয়ার সময় পাশের কারখানাটিতে লুটপাট চালায়। গুরুতর আহত অবস্থায় রাজীবকে নগরীর খানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের বলেন, আধিপত্য ও সমবায় সমিতির অর্থ নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।”

 

টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি