ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

নারি কেলেঙ্কারিতে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৫৬, ২৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান ভিত্তিক সংস্থাটি।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। এর আগে বৃহস্পতিবার জরুরি মিটিং সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। 

উপাচার্য বলেন, তার (রহমত) বিরুদ্ধে নারী গঠিত একটি অভিযোগ উঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করেন। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সব কিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নিবে। 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক স্কিনশট ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি বলছেন, ‘তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ’, ‘আই নিড ইউ’, ‘নরমালিই আমার প্রেমিকাকেও আমি না ছুতে প্রতিজ্ঞ’, ‘জানি না তুমি কিভাবে নাও’, ‘আমি সত্যিই তোমাকে কামনা করি’, ‘আমার সাথে থাকবে তো’ ইত্যাদি মেসেজ দিতে দেখা যায়। 

এছাড়া নিয়মিত ক্লাস না করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক শিক্ষার্থী জানান, তিনি ক্লাসের চেয়ে রাজনীতিতে সক্রিয়। সারাদিন প্রোগ্রামার আন্দোলন নিয়েই থাকেন তিনি। 

তার কোর্সের শিক্ষার্থী মো. রাসেল বলেন, তিনি নিয়মিয় ক্লাসে আসতেন না। যখন মন চাইতো আসত। 

এ বিষয়ে জানতে রহমত আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি