ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

নারীর মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:২০, ২৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নারীর চিন্তা ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্দর- পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
সকালে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে ‘স্বাধীনতা নারী শক্তি’ ব্যানারে আয়োজিত সভায় আরো যোগ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মাহমুদ ইসহাক, মাহবুবুল হক মিয়া, নূর আলমসহ অন্যরা। এ’সময় বক্তারা বলেন, ইতিবাচক পরিবেশ পেলে নারীরা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি