ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তোলার আহবান

প্রকাশিত : ১৮:২৩, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৩, ১১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। সংগঠনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীর সিআরবিতে আয়োজিত সভায় বক্তারা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান। সংগনের নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ড.সাইফুল ইসলাম দিলদার। পরে কেক কেটে বর্ষপুতি উদযাপন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি