ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজ আনিছুর রহমান নামের মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। বাড়ি দেউপুর এলাকায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজ নেওয়া পর তার  আত্মীয় স্বজন বিভিন্ন এলকায় খোঁজ করেও তার সন্ধান  না হওয়ার পর আজ হাত-পা বাঁধা লাশ মিল।

কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, আনিছুরের লাশ দেউপুর এলাকার একটি পুকুর থেকে বৃহম্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। নিহতের শরীরে ইটবোঝাই বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গুম করার জন্যপুকুরে ফেলে দেওয়া হয়েছে।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি