ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নিজেদের নয়, জনগণের ভাগ্যেন্নয়নে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:১১, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিজেদের নয়, জনগণের ভাগ্যেন্নয়নে কাজ করতে জনপ্রতিনিধিদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে গণভবনে বরিশাল সিটি কর্পোরেশনের নবিনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিত্ব করতে হলে নিজের স্বার্থকে প্রাধান্য দিতে চলবে না। মানুষের সুখ-দু:খের দিকে খেয়াল রাখতে হবে। তাদের ভাগ্যেন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে সেটিই আমাদের সরকারের লক্ষ্য। গ্রামের মানুষের দোঁড়গোড়ায় সব সুযোগ সুবিধা পৌছে দিতে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, ভোটারদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাঁরা যেন মুখ ফিরিয়ে না নেয় সেটি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।

এর আগে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আর স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেনের কাছে শপন নেন বরিশালের ৪০ কাউন্সিলর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

/ এআর /   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি