ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র জব্দ করা হবে: র‌্যাব ডিজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও জব্দ করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীতে আজ সোমবার বনানী পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, নির্বাচন সামনে রেখে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। আর সব বৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব প্রধান বলেন, সনাতম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সব পূজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতার উসকানি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি