ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

‘নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ‘অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে।’
তিনি আজ রোববার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘সবাই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন।’

এদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা।
সকাল ৬টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইসির অন্য কমিশনারদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিইসি কে এম নুরুল হুদা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি