ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩৯, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আজ রোববার বিকাল ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন বলেছিলেন, শনিবার ইভিএম ব্যবহারের বিধিমালা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রোববার বেলা ৩টায় সভা আবার বসবে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সার্বিক বিষয়ে।

মুলতবি করা বৈঠক শেষে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে জাতীয় নির্বাচনের তফসিল কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি