ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নির্বাচনে উত্তাপ না থাকলে ভালো লাগে না: ইসি রফিকুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি একটু উত্তাপ না হলে ভালো লাগে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শুক্রবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে এক কর্মশালার পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

সংসদ নির্বাচন সামনে রেখে সংঘাত-সহিংসতাকে বিয়ে বাড়ির ঝগড়ার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতেই আছে একটু উত্তপ্ততা। আমরা গরম বাক্য বিনিময় করতে অভ্যস্ত। যখন শিডিউল ঘোষণা করা হয়, তখন আরেকটু গরম হয়ে যায়। আর এই উত্তাপ না থাকলে পরে ভালো লাগে না।

এ প্রসঙ্গে বাংলাদেশে বিয়ে বাড়ির সংস্কৃতির প্রসঙ্গ টেনে সাবেক সচিব রফিকুল বলেন, “একটা বিয়ে বাড়িতে দেখেন, সামান্য এটা নিয়ে… ওই যে গেইট ধরে, গেইট ধরার সময় হতেছে… বর এবং কনে পক্ষের মধ্যে এই যে কথা কাটাকাটি শেষ পর্যন্ত মারামারি হয়, তারপরে বিয়েটাও হয় কিন্তু।”

নির্বাচন কমিশনের আয়োজনে এ কর্মশালায় অন্যদের মধ্যে বিভাগীয় কমিশনার নূর উর রহমান এবং রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বক্তব্য রাখেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি