ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে: মাহবুব তালুকদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:৪২, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো মূল্যে ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে বলে মন্তব্য করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ রোববার সিলেটে বিভাগীয় কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন

 তিনি বলেন, নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। যেকোনো মূল্যে নির্বাচনের ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে।’

এ সময় ভোটারদের নিরাপত্তার কথা উল্লেখ করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘একজন ভোটার যেন নির্বিঘ্নে বাড়ি থেকে বেড়িয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছানুযায়ী ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন, এর বেশি আমাদের আর কিছু চাওয়ার নেই।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি