ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩

নিয়ম লঙ্ঘনের দায়ে পদ্মা সেতুতে ১০ যানকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২৭ এপ্রিল ২০২৩

পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ। 

পদ্মা সেতুতে ৬০ কিলোমিটার বেগে যান চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটার বেগেও যান চালানো হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন জানান, অতিরিক্ত গতির কারণে একটি বাস, তিনটি প্রাইভেট কার ও একটি পিকাপকে জরিমানা করা হয়। 

এছাড়া সার্ভিস লেন ক্রস করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলার কারণে অন্য দুটি বাইককে জরিমানা করা হয়। KSRM

পুলিশ সুপার বলেন, ‘সেতুর সার্ভিস লেনে অস্থায়ী ডিভাইডার দেয়া হয়েছে, এগুলোও ধীরে-ধীরে তুলে ফেলা হবে। মার্কিং করা সার্ভিস লেনেই বাইকাররা নিয়ে মেনে চলাচল করবে বলেই আমাদের বিশ্বাস। সেতুতে চলাচলরত সব যানেরই মনিটরিং চলছে।’

মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর(অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, সেতুতে যানবাহনকে নিয়ম শৃঙ্খলায় আনার চেষ্টা চলছে। তিনি বলেন, আইনগুলো যানবাহনগুলোর স্বার্থে করা এই নিয়ম মানলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। 

এর আগে আরও ৫৭টি বাইক এবং দু’টি প্রাইভেট কার ও একটি পিকাপকে এর আগে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।- বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি