ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নেত্রকোণার মন্দির ও মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোণার মন্দির ও মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। কারিগররাও ভীষণ ব্যস্ত। প্রায় পাঁচশ’ মন্ডপে শান্তিপূর্ণ উৎসব উদযাপনে সব ব্যবস্থাই নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলার পুলিশ প্রশাসন।

শরতের শুভ্র প্রকৃতিতে দেবী দুর্গার আগমনী বার্তা। শারদ উৎসবে দেবীকে বরণ করতে চলছে প্রস্তুতি। নেত্রকোণার সবখানেই তাই সাজ সাজ রব। ৪শ’ ৮০টি মন্দির ও মন্ডপে হবে দুর্গাপূজা। প্রতিমা তৈরীর কাজে দিনরাত ব্যস্ত শিল্পীরা। মাটির প্রতিমা গড়াও প্রায় শেষ। স্বর্গের দেবী এবারে মর্ত্যে আসবেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায়। আগামী ১৯ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

শান্তিপূর্ণ উৎসব উদযাপনে প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়াও থাকবে র‌্যাবের নিয়মিত টহল।নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ শাহজাহান মিয়া বলেন, আমরা প্রতিটি থানাতেই তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। পুলিশের পাশাপাশি র‌্যাবও মাঠে থাকবে । আশা করা যায় কোন রকম নিরাপত্তা ঘাটতি হবেনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি