ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নৌকায় ভোট চাইলেন সাংবা‌দিক নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ২৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন সাংবাদিক নেতারা। আজ বৃহস্প‌তিবার (২৭ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লা‌বে ‘জয়বাংলা সাংবা‌দিক মঞ্চ’ব্যানা‌রে এক সংহ‌তি সমা‌বে‌শে এ আহ্বান জানান সাংবাদিক নেতারা।

সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপ‌দেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষে, অসাম্প্রদায়িকতার স্বপক্ষে কাজ করার। নির্বাচনে আমরা সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি ভোট দিয়ে বিজয়ী করবো।

তিনি বলেন, আমরা আশা করি, আগামী ৩০ ডিসেম্বর দেশের জনগণ নিরঙ্কুশভাবে নৌকা মার্কায় ভোট দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবে। তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশের গণতন্ত্র ধরে রাখবেন এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করবেন।

ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দরকার। কারণ, গণতন্ত্র ধরে রাখতে, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তার প্রধানমন্ত্রী হওয়া জরুরি। তাই ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ধরে রাখার জন্য সাংবাদিক সমাজসহ জনগণকে আহ্বান করছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, , ওমর ফারুক, সোহেল হায়দার চৌধুরী, শুক্কুর আলী শুভ, কুদ্দুস আফ্রাদ, আব্দুল জলিল ভূঁইয়া প্রমুখ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি