ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নড়াইলে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতির ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের তুলারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুন্সী আব্দুস সালাম বিশ্বাস (৯৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রোববার রাত ৮টার দিকে নড়াইলের চাঁচড়ায় নিজবাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুস সালাম বিশ্বাস ১৯ বছর যাবত তুলারামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন। ছয় ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে মারা গেছেন তিনি।  

আব্দুস সালামের ছেলে স্বেচ্ছাসেবক লীগের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি আলী হায়দার লিটু জানান, আজ সোমবার জোহর নামাজ বাদ চাঁচড়া ঈদগাহ ময়দানে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে। বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুস সালাম বিশ্বাসের মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি