ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নড়াইলে পুলিশ সদস্যের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়ায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেন (২৬) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার রাত ১২টার দিকে কালিয়া বাজারে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজ্জাদ। সহকর্মীরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজ্জাদ হোসেন এর আগে নড়াইল জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

এদিকে সোমবার দুপুরে নড়াইল পুলিশ লাইন্সে সাজ্জাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) ইশতিয়াক আহমেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, কালিয়া থানার ওসি শেখ শমসের আলীসহ পুলিশ কর্মকর্তারা। জানাজা শেষে সাজ্জাদের মরদেহ তার গ্রামের বাড়ি নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে দাফন করা হয়েছে।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি