ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

নড়াইলে ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে এমপিপুত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ১৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৩:০০, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে সংসদ সদস্যের (এমপি) ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাদহ পাঁচুড়িয়া এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বাঁধন শেখ নড়াইল-২ আসনের এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের বড় ছেলে।


জানা গেছে, মঙ্গলবার বিকালে লোহাগড়া উপজেলার সোনাদহ পাঁচুড়িয়া মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান বাঁধন শেখ। খেলা চলাকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।


বুধবার সকালে লোহাগড়া সদরে লক্ষ্মীপাশা আননূর কমপ্লেক্স চত্বরে জানাজা শেষে লোহাগড়া পৌর কবরস্থানে দাফন করা হয় বাঁধনকে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয়রা অংশ নেন।
//আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি