ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নড়িয়ার ২০ স্কুল পদ্মায় বিলীন (ভিডিও) 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পদ্মার অব্যাহত ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শরিয়তপুরের নড়িয়ার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক ও অভিভাবকরা সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত। বিকল্প উপায়ে পড়াশুনা চালু রাখার কথা বলছে স্থানীয় প্রশাসন।

৫ম শ্রেণির ময়না, ৮ম শ্রেণির সাথী, নিপা, ১০ম শ্রেণির ছাত্র রনি ঘোষ । ওরা কেউ এখন আর স্কুলে যেতে পারছে না। পদ্মার ভাঙনে ঘরবাড়ির পাশাপাশি ওদের স্কুলও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানান, প্রায় ২০টার মতো সরকারী বেসরকারী স্কুল মাদ্রাসার অস্তিত্ব নেই।

ছোট একটি অন্ধকার ঘরে স্থানীয় এক শিক্ষকের কাছে পড়াশুনা চালিয়ে যাচ্ছে ওরা। সামনে আসন্ন সমাপনী, জেএসসি, এসএসসি পরীক্ষা তাই নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা।

সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরাও।

শিক্ষার্থীদের পরীক্ষাসহ পড়াশুনার যেন ব্যঘাত না ঘটে সে জন্য বিকল্প ব্যবস্থায় পাঠদান চালু রাখা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত পুননির্মানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি