ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পঞ্চগড়ে নৈশকোচের ধাক্কায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আক্তারুজ্জামান (৪৫), তার ৬ বছর বয়সী মেয়ে আফসা ইবনাত আদিয়া এবং ১৪ মাস বয়সী আব্দুল্লাহ। এছাড়া গুরুতর আহত হয়েছেন মা তানিয়া আক্তার (৩৫)।

নিহত আক্তারুজ্জামানের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া গ্রামে। তিনি জেলা শহরের একটি ইলেক্ট্রনিক পণ্যের শো-রুমের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আক্তারুজ্জামান শিশু আবদুল্লার চিকিৎসার জন্য ঠাকুরগাঁও গিয়েছিলেন। রাতে স্ত্রী ও দুই সন্তানসহ পঞ্চগড় ফেরার পথে ঢাকাগামী যাত্রীবাহী একটি নৈশকোচ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আক্তারুজ্জামান মারা যান। হাসপাতালে নেওয়ার পথে দুই সন্তানও মারা যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি