ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পটুয়াখালীতে ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মহিপুরে ধানক্ষেত থেকে সাকিবুন নাহার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল দশটায় লতাচাপলী ইনিয়নের আলীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাকিবুব নাহার ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে। 

পুলিশ ও সূত্রে জানা যায়, রাতে সাকিবুন নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে আলীপুর বাজার থেকে নিখোঁজ হয়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে। সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ ভাসতে দেখে। 

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিশোরীর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি