ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পথযাত্রীর বাইকে চড়ে প্রথম দিন অফিসে পলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য জুনাইদ আহমেদ পলক প্রথম দিন অফিসে গেলেন এক পথযাত্রীর মোটরসাইকেলে চড়ে। মঙ্গলবার সকালে ওই বাইকে করে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ডিভিশনে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। নিজ ফেসবুক পেজে দু`টি ছবি পোস্ট করে ক্যাপশনে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, বাইকে চড়ে প্রথম দিন অফিসে...

পলকের ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার জানান, মঙ্গলবার বাসা থেকে নিজ গাড়িতে করে আইসিটি ডিভিশনের উদ্দেশে বের হন প্রতিমন্ত্রী। পথে শেরে বাংলা নগরের র‌্যাব-২ এর অফিসের সামনে তীব্র যানজটের কবলে পড়েন তিনি। এ সময় অফিসে দেরি হয়ে যাওয়ায় এক পথযাত্রীর মোটরসাইকেলে করে অফিসে পৌঁছান পলক।

এর আগে গত বছরের অক্টোবরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যাওয়ার সময় শহীদ তাজউদ্দীন আহমেদ সরণীতে যানজটের কবলে পড়েন জুনাইদ আহমেদ পলক। ওই সময় তিনি গাড়ি থেকে নেমে পুলিশের এক সাব-ইন্সপেক্টরের মোটরসাইকেলে করে ওই টিভি চ্যানেলের অফিসে পৌঁছান। নবগঠিত মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি