ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পরিসংখ্যান ব্যুরোর তথ্য হালনাগাদ নয়: সিপিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ১৬ আগস্ট ২০২০ | আপডেট: ২২:৪৬, ১৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পরিসংখ্যান বুরোর তথ্য হালনাগাদ নয় বলে উল্লেখ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বলেছে এই ত্রুটির কারণে প্রবৃদ্ধির হিসাবেও অসঙ্গতি থেকে গেছে। এমন পরিসংখ্যানের কারণে কোভিড মোকাবেলায় সরকারের নেয়া নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন সংকটে পড়বে বলে আশঙ্কা করছে সংস্থাটি। আর, স্বাধীন কমিশনের মাধ্যমে পরিসংখ্যান ব্যুরো পরিচালনার দাবি জানিয়েছে সিপিডি।

করেনা সংকটের বিরূপ প্রভাব বৈশ্বিক এবং জাতীয় অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ ও প্রবৃদ্ধিসহ সব সূচক এলোমেলো হয়ে যাবে। এই পূর্বাভাসই দিয়েছিলেন আন্তর্জাতিক দাতা সংস্তাগুলোর পাশাপাশি দেশি-বিদেশী অর্থনীতিবিদরা। 

এর আগে সিপিডির অনুমান ছিলো করোনার কারণে ২০১৯-২০ অর্থবছরের প্রবৃদ্ধি নেমে যেতে পাওে ২ দশমিক ৫ শতাংশে। সম্প্রতি পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। 

সিপিডি বলছে, পরিসংখ্যান ব্যুরোর অধিকাংশ তথ্য-উপাত্ত নয় মাসের। ফলে কভিডের ক্ষতি অনেক ক্ষেত্রেই প্রতিফলিত হয়নি। এমন উপাত্ত নীতিনির্ধারক ও দাতা সংস্থাগুলোকে ভুল বার্তা দেবে। পরিসংখ্যান ব্যুরোকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি সিপিডির। 

কোভিড সংক্রমনের প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রনোদনা প্যাকেজ, আর বিবিএস প্রকাশিত হিসাব বিপরীতমুখি বলে উল্লেখ করে সিপিডি। 

নিউজটি ভিডিওতে দেখুন-


এসইউএ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি