ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

টিজার ভিডিও প্রকাশ

পাঁচ লড়াকু মেয়ের গল্প ‘ক্রিসক্রস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৩০, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তির আগেই আলোচনায় জয়া আহসান অভিনীত টালিউডের ‘ক্রিসক্রস’ সিনেমা। এরই মধ্যে ইউটিউবে শনিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। 

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘ক্রিসক্রস’ পাঁচ লড়াকু মেয়ের গল্প। ক্রিসক্রসে আমার চরিত্রটির নাম হচ্ছে মিস সেন। এককথায় যদি বলি তার জীবনে রয়েছে অনেক জটিলতা। কিন্তু সে কিছুটা জেদ করে বেছে নিয়েছে একাকিত্ব।
বিরসা দাশগুপ্ত পরিচালিত সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, প্রিয়াংকা সরকার, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ।
সিভিএফ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এমূহুর্তে সিনেমার প্রচারে ব্যস্ত কলাকুশলীরা।

দেখুন ‘ক্রিসক্রস’র  টিজার :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি