ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ভারতে নিষিদ্ধ

প্রকাশিত : ১০:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড সিনেমাতে অভিনয়ের আর কোনো সুযোগ থাকছে না তার। পুলওয়ামার জঙ্গি হামলার কারণে ভারতে নিষিদ্ধ করা হয়েছে তাকে।

সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ক’দিন ধরে পাকিস্তানের শিল্পীদের বয়কট করার দাবি জানিয়ে আসছিলেন ভারতের বেশ কিছু শিল্পী।

যার পরিপ্রেক্ষিতে ভারতের অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন এবার পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করেছে।

সেই সঙ্গে সর্বভারতীয় এই শিল্পী সংগঠনটি জানিয়েছে, কোনো ভারতীয় নাগরিক পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর পদপেক্ষ নেওয়া হবে। এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মাহিরা খানের পাশাপাশি আতিফ আসলামসহ সমস্ত পাকিস্তানি শিল্পীর ভারতে কাজ করা নিষিদ্ধ হয়ে গেছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি