ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

পাকিস্তানি ব্যান্ডের সঙ্গে ঢাকা মাতাবেন এনজেল নূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ৪ মে ২০২৫ | আপডেট: ১৬:২৪, ৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর। গত বছর ‘যদি আবার’ গেয়ে দেশ ছাড়িয়ে উপমহাদেশজুড়ে পরিচিতি পেয়েছেন এই গায়ক। এবার তিনি গাইতে চলেছেন পাকিস্তানি ব্যান্ডের সঙ্গে।

বাংলাদেশে আসছে লাহোরের ব্যান্ড বায়ান। চলতি মাসের শেষ সপ্তাহে সফট ট্যুরে ঢাকায় আসছে ব্যান্ডটি। সেখানেই তাদের সঙ্গে দেখা যাবে এনজেল নূরকে।

আয়োজক সংস্থা জির্কোনিয়াম জানিয়েছে, মঞ্চে এনজেল নূরের ‘যদি আবার’ গানটি পরিবেশন করবেন বায়ান। অন্যদিকে বায়ানের একটি গান শোনাবেন এনজেল। দিন দুয়েকের মধ্যে কনসার্টের ভেন্যু ও দিনক্ষণ ঘোষণা দেবে আয়োজক প্রতিষ্ঠান। 

এদিকে আগামী ৯ মে ঢাকার যাত্রাবিরতিতে ‘গপ্প শপ্প আর গান’ শীর্ষক শোয়ে গাইবেন এনজেল নূর। এছাড়া চলতি সপ্তাহে প্রকাশ পাবে এনজেলের গান ‘তিল’। গায়ক জানান, বন্ধুদের সঙ্গে গল্প বলার ঢঙয়ে করা হয়েছে গানটি। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনজেল নূর সোশ্যাল মিডিয়ায় কাভার গান গেয়ে নেটিজেনদের নজরে আসেন। অন্যান্য গানের পাশাপাশি তার লেখা বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তরুণ শিল্পী তিনি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি