ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “পদ্মা নদীতে ঘন কুয়াশার প্রকোপ কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টির ফেরির মধ্যে ১১টি ফেরি চলাচল করছে। চার ঘণ্টা বন্ধ থাকায় বেশকিছু যানবাহন পারের অপেক্ষায় ছিলো। তবে পর্যাপ্ত ফেরি থাকায় এসকল যানবাহন দ্রুত পারাপার হতে পারবে। পাটুরিয়া ঘাট এলাকায় কোন চাপ নেই। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি