ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পাপড়ি ডটকম থেকে ফুল কিনলে রবি থেকে বিশেষ ছাড়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ধন্যবাদ প্রোগ্রামের আওতায় রবি’র মূল্যবান গ্রাহকরা এখন থেকে পাপড়ি ডটকম থেকে ফুল কিনলে ১৫ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবে।   

সম্প্রতি রবি’র কর্পোরেট অফিসে রবি’র লয়্যালিটি অ্যান্ড উইনব্যাক’র জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং পাপড়ি ডটকম’র সিইও অ্যান্ড কো-ফাউন্ডার কাজী ফৌজিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন।

এ সময় রবি’র লয়্যালিটি অ্যান্ড উইনব্যাক’র ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার এবং পাপড়ি ডটকম’র ডেটা অ্যানালাইসিস’র ম্যানেজার কাজী মুবাশ্বের আলী এবং অপারেশন ম্যানেজার তনিমা আহাদ উপস্থিত ছিলেন।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি