ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পাবনায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পাবনার আটঘরিয়া উপজেলায় এক ওয়ার্ড বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।


নিহতের নাম আবু দাউদ (৪৫)। তিনি উপজেলার একদন্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।


আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের সেতুর কাছে পৌঁছামাত্র একদল লোক তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ খুনি সম্পর্কে কিছু বলতে পারেনি।


বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ওসি আনোয়ারুল বলেন, পাবনা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি