ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

পাবনায় সড়কে প্রাণ গেল ৩ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পাবনার সুজানগর উপজেলার চীনাখড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল ১০টার পরে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির গণমাধ্যমকে বলেন, শ্যামলী পরিবহন নামের বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর সাদ্দাম পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি