ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডের দিন খালেদা কোথায় লুকিয়ে ছিলেন: কাদের

প্রকাশিত : ১৩:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পিলখানা হত্যাকাণ্ডের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় লুকিয়ে ছিলেন, তা তদন্ত করলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেঁচো খুঁড়তে বিষধর সাপ বের করার চেষ্টা করছেন।

পিলখানার ঘটনার দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোথায় রাখা হয়েছিল? কেন ২৪ ঘণ্টায় তাকে খুঁজে পাওয়া যায়নি? এ লুকিয়ে থাকার নেপথ্যের কারণ খুঁজে বের করতে হবে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। তিনি বলেন,‘আমরা পরিজন ও জাতির সঙ্গে একমত, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। এখানে আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি