ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

পুঠিয়ায় নিখোঁজ ভ্যান চালকের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিখোঁজের দুই দিন পর রাজশাহী-নাটোরের সীমান্ত এলাকা পন্নাতপুরের ধান ক্ষেত থেকে মজিদ উদ্দিন নামের ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়

নিহতের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহমেদ জানায়, মঙ্গলবার রাতে চার যাত্রী পুঠিয়া থেকে গাওপাড়া সেনভাগ যাওয়ার কথা বলে মজিদকে নিয়ে যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। মজিদের বাড়ি পুঠিয়া উপজেলা নিমতলা গ্রামে।

ওসি বলেন, সকালে বিলের ভিতরে মকলেসের ধান ক্ষেতে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুঠিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে সেখানে আসে নাটোর থানা পুলিশ। পরে লাশটি পুঠিয়া থানা পুলিশের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়। মজিদকে খুন করে তার ভ্যান ছিনতাই করা হয়েছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি