ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি বেনজীর, সম্পাদক প্রলয়

প্রকাশিত : ২০:৫০, ৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার।

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বেনজীর আহমেদ এর আগেও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী ও টিএন্ডআইএমের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি