পূর্বশত্রুতার জেরে নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ২২:৪০, ১২ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে। কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত রায়হান গলাচিপা এলাকার মেছের আলীর ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।
নিহতের ছেলে সাব্বির অভিযোগ করেন, প্রায় এক মাস আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে তার বাবার ঝগড়া হয়। একপর্যায়ে রাজ্জাক তার বাবার পায়ে ছুরিকাঘাত করে। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তাদের ধারণা।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এমআর//
আরও পড়ুন










