ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

পূর্বাচলে মেরিন সিটির মাটি ভরাট কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:২৩, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

পূর্বাচল মেরিন সিটির ব্যানারে থাকা আড়াই হাজার বিঘা জমিতে মাটি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে অবৈধভাবে মাটি ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ‍রুল জারি করেছেন আদালত।

রোববার (২৮ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। 

ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমি বালু ভরাট করছে অবৈধভাবে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জ থানার ওসি সহ সংশ্লিষ্টদের মাটি ভরাট বন্ধ করতে বলেছেন। এছাড়া জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি