ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

পেছালো ‘শাহেন শাহ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাঁচতারকা হোটেলে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ‘শাহেন শাহ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। সঙ্গে আছেন নতুন নায়িকা রোদেলা জান্নাত। অনুষ্ঠানে পরিচালক শামীম আহমেদ রনি ঘোষণা দিয়েছিলেন, ‘১১ সেপ্টেম্বর থেকে শাহেন শাহ ছবির শুটিং শুরু হবে কক্সবাজারে।’ কিন্তু এ দিন শুটিং শুরু হয়নি।   

এ বিষয়ে পরিচালক রনি বলেন, ‘ছবির শুটিং শুরু করার জন্য এখনো কিছু প্রি-প্রডাকশনের কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই শুটিং শুরু হবে। এই ছবিটি আমাদের স্বপ্নের একটি প্রজেক্ট। অনেক ভালোভাবে এর কাজ শুরু করতে চাই। সব কিছু ঠিক থাকলে ১৭ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করার ইচ্ছা আছে।’

ছবিটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, এক সময়ের সাড়া জাগানো নায়ক উজ্জল ও তারিক আনাম খান। শাহেন শাহ ছবিটি প্রোযোজনা করছে শাপলা মিডিয়া।   

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি