ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রকাশ্যে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরী, ফেরতের দাবি (ভিডিও)

মানিক শিকদার

প্রকাশিত : ১০:৫০, ২০ নভেম্বর ২০২৩

কানাডায় প্রকাশ্যে দেখা গেল জাতির পিতার খুনি নুর চৌধুরীকে। কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি আত্মগোপনে থাকা নুর চৌধুরীর বর্তমান অবস্থা তুলে ধরেছে। সিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ প্রতিবেদনে সাংবাদিক মার্ক কেলি প্রশ্ন তুলেছেন কানাডা কি একজন দণ্ডপ্রাপ্ত ঘাতককে আশ্রয় দিচ্ছে? প্রতিবেদনটি প্রচারের পর প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ফেরত চাইলেন বঙ্গবন্ধুর এই খুনিকে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে নুর চৌধুরী। বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আসামিও এই নুর চৌধুরী।

জাতির পিতাকে হত্যার পর রাজনৈতিক পটপরিবর্তনে ইনডেমনিটি অধ্যাদেশের কারণে বিচার বঞ্চিত ছিল জাতি। শেখ হাসিনার হাত ধরে জাতির পিতার হত্যার বিচার শুরু হয়। খুনীদের ফাঁসির রায় দেন আদালত। এর মধ্যে কয়েকজন পলাতক আসামির একজন নুর চৌধুরী কানাডায় স্থায়ীভাবে বসবাস করছিল।

এতোদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত তার বর্তমান অবস্থা তুলে ধরেছে কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি।

শনিবার প্রচারিত প্রতিবেদনে টরন্টোর নিজ ফ্লাটের ব্যালকনিতে এবং গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় নূর চৌধুরীকে দেখা যায়। এক পর্যায়ে প্রতিবেদককে এড়িয়ে যাওয়ার চিত্রও উঠে আসে। 

খুনের অভিযোগে শাস্তি বাস্তবায়নে তাকে বাংলাদেশের ফেরত চাওয়ার বিষয়গুলোও উঠে এসেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রীর সাক্ষাৎকারও প্রচার হয় প্রতিবেদনটিতে।

নূর চৌধুরী কোথায় আছে, কী করছে? এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরির চেষ্টা ছিল। তবে এখন বিচার প্রক্রিয়া সহজ হবে বলেই জানানো হয় প্রতিবেদনে।

নুর চৌধুরীকে কানাডা আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিচারের দাবি উপেক্ষিত হচ্ছে কি না এই প্রশ্নও তুলেছেন প্রতিবেদক।

কানাডার টেলিভিশন নূর চৌধুরীর অবস্থান জানানোর পরদিন পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন, এতোদিন নুরের স্ট্যাটাস জানায়নি কানাডা। সিবিসির প্রতিবেদনে সব খোলাসা হয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, “আমরা কানাডা সরকারকে বলেছি, নূরকে পাঠিয়ে দিন। যদি না পাঠান তাহলে এই ক্রিমিনালকে জেলে রাখুন।”

খুনী নুরকে ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতাও চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি