ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

(ভিডিও দেখুন)

প্রকাশ পেয়েছে ইমরানের ‘এ জীবনে যারে চেয়েছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রকাশ পেয়েছে প্রয়াত নায়ক সালমান শাহ স্মরণে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের নতুন গান ‘এ জীবনে যারে চেয়েছি’। সালমান শাহ অভিনীত ‘প্রিয়জন’ চলচ্চিত্রের জনপ্রিয় গানের রিমেক এটি।

ইমরানের সংগীতায়োজনে গানটি গাওয়ার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। পর্দায় তার সঙ্গী হয়েছেন মডেল ও অভিনেত্রী নাজিফা তুষি।

গানটি প্রকাশের পর এটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় দেড় লাখ বার।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ চলচ্চিত্রে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্র কিশোর ও সাবিনা ইয়াসমিন। মনিরুজ্জামান মনিরের লেখায় গানটির সুর করেছিলেন আলম খান। আজ ১৯ সেপ্টেম্বর সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে গানটি নতুন করে গাইলেন ইমরান।

গানটির সঙ্গে সংশ্লিষ্টদের স্মরণ করলেন ইমরান বলেন, ‘সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক। আমার অনেক পছন্দ তাকে। আর ছোটবেলা থেকে যার গান শুনে প্লেব্যাক শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছি তিনি হচ্ছেন এন্ড্রু কিশোর দাদা। গানটির আরেক শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম এবং সুরকার আলম খান চাচারও অনেক বড় ভক্ত আমি। গীতিকার মনিরুজ্জামান মনির চাচা। সব ভালোলাগাকে এক করেতে চেয়েছি এই ট্রিবিউটের মাধ্যমে। গানের মূল সুরটি ঠিক রেখে সংগীতায়োজন করার চেষ্টা করেছি।’

সালমানের জন্মদিনের আগে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় অনুপম মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। গানের ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

ভিডিও দেখুন :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি