ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

প্রতারকদের বিরুদ্ধে সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত করা, স্বীকৃতি, বিষয় খোলা,নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ এ-সংক্রান্ত কাজে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এসংক্রান্ত একাধিক অভিযোগ শিক্ষামন্ত্রণালয় আসেছে। এই প্রতারণ চক্র থেকে জনসাধারণকে সর্তক করতে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সতর্ক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই প্রতারক চক্র ওই সব কাজে শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পত্রের মাধ্যমে ও ফোনে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।এসব বেআইনি কাজের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনো কাজে টাকা-পয়সা দেওয়ারও সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি, স্বীকৃতি, বিষয় খোলা,নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, নাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। শুধু ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা ও পত্রের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে করে মন্ত্রণালয়।
টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি