ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নির্বিচারে কাটা হচ্ছে গোমতী নদীর চরের মাটি

প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ১০ জুন ২০১৮ | আপডেট: ১০:১৬, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লায় গোমতী চর থেকে নির্বিচারে চলছে মাটি কাটা। জমি ভরাট ও ইট ভাটায় যাচ্ছে নদীর চরের এসব মাটি। ট্রাক্টর দিয়ে মাটি নেওয়ায় দু’পাড়ের প্রতিরক্ষা বাঁধও রয়েছে হুমকির মুখে। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

আইনের তোয়াক্কা না করে নির্বিচারে কাটা হচ্ছে গোমতী নদীর চরের মাটি। সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বার উপজেলার অন্তত ৪০টি পয়েন্টে মাটি কেটে নিয়ে যাচ্ছে কয়েকটি অসাধু চক্র।

বন্যা থেকে রক্ষা পেতে দুই তীরের প্রায় ৮৩ কিলোমিটার বাঁধ রয়েছে। এর উপর দিয়ে চলাচল করছে মাটি বোঝাই ট্রাক্টর।

অপরিকল্পিত মাটি কাটায় নদী হারাচ্ছে স্বাভাবিক গতিপথ। ভাঙন আর ধুলাবালিতে বিপর্যস্ত স্থানীয়রা।

এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা।

তবে দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

জেলা প্রশাসন বলছে, অবৈধভাবে যারা মাটি কাটছে তাদের তালিকা করা হচ্ছে।

গোমতির চরে অবৈধ মাটি কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।

বিস্তারিত নিজের ভিডিওতে :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি