প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে : রাষ্ট্রপতি
প্রকাশিত : ১৬:৪৪, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ৯ অক্টোবর ২০১৮

প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্টপতি মো.আবদুল হামিদ। আজ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনায় এ কথা তিনি এমন্তব্য করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পেতে আইনজীবীদের ভুমিকা রাখতে হবে। আইনজীবীর বিরুদ্ধে কেউ মামলা করলে কোনো আইনজীবী মামলার বিপক্ষে যাবে না। বিষয়টি ঠিক না। এ নিয়ম থেকে সরে আসার জন্য তিনি আইনজীবীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি জজ কোর্টের তৃতীয় তলার সম্প্রসারিত ভবন উদ্বোধন ও জজকোর্টের প্রধান ফটক উদ্বোধন করেন।
টিআর/
আরও পড়ুন