ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার আসামির কারাগারে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২১, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুর কাশিমপুর কারাগার-২ এ বন্দি হরকাতুল জিহাদ হুজি সদস্যের এক হাজতির অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। সকালে হাসপাতালে তিনি মারা যান। তিনি প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে বন্দি ছিলেন। 

মারা যাওয়া কয়েদি হলেন, বরিশাল কোতয়ালী থানার রাজধর গ্রামের আ. খালেকের ছেলে আবুল হোসেন খোকন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম। 

জেল সুপার জানান, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় বন্দি হরকাতুল জিহাদ হুজি সদস্য কারাগারে বন্দি ছিলেন। সকালে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তার মৃত্যু ঘোষণা দেন।

জেল সুপার আরও জানান, মারা যাওয়া বন্দির বিরুদ্ধে মুকসুদপুর থানার মামলা ও কোতয়ালী থানার মামলা ছিল। কারাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি